• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

রবিউল হত্যা: মামলার চার আসামি ৩ দিনের রিমান্ডে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ আগস্ট ২০২৩

মো: মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: 
ঢাকার ধামরাইয়ে রবিউল ইসলাম(৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (২ আগস্ট) রিমান্ডে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস। এরআগে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ঢাকার আশুলিয়া থানার ইউনিক এলাকার হাজী আলম ভূইয়া (৫৫), সেলিম ভূইয়া (৪০), আজহার ভূইয়া (২৪) ও ফারুক ভূইয়া (৩৫)।
নিহত মো: রবিউল ইসলাম আশুলিয়ার গাজীরচট চারালপাড়া এলাকার মো: আলতাফ হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ডে আলম ভূইয়ার মালিকানাধীন ভবনের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহতের বোন চান বানু বলেন, আশুলিয়ার আলম ভূইয়ার দুই ছেলের সঙ্গে ঝামেলা হয় সোহাগ ও রবিউলের। এ ঘটনায় আলম ভূইয়ার পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় দুই নম্বর আসামি ছিলো রবিউল। সে ঘটনার জের ধরেই রবিউলকে কারখানা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস জানান, রবিউল হত্যাকাণ্ডের পর পরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয় । এ ঘটনার সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads